ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা থেকে পুলিশ অভিযান চালিয়ে আজ সোমবার ভোরে ৫টি বোমা ও বোমা তৈরীর সরঞ্জামসহ হাবিব আলী (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতার আলী উপজেলার কলেজপাড়া এলাকার আনসার আলীর ছেলে।
হরিনাকুণ্ডু উপজেলা জটারখালি গ্রাম থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ আব্দুল গফুর মন্ডল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সে হরিণাকুণ্ডু উপজেলা জটারখালি গ্রামের আব্দুস সাত্তার মন্ডল।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে কালীগঞ্জ উপজেলার কলেজপাড়া এলাকায় সন্ত্রাসী হাবিব নাশকতা সৃষ্টির জন্য বোমাসহ নিজ বাড়িতে অবস্থান করছে। এ সময় পুলিশ বাড়িটি তল্লাশি চালিয়ে ৫টি বোমা ও বোমা তৈরীর সরঞ্জামাদিসহ তাকে আটক করে।
হরিণাকুন্ডু থানার সেকেন্ড অফিসার মনির হোসেন জানান, মাদক ব্যবসায়ী গফুর মন্ডল মাদকসহ তার বাড়িতে অবস্থান করছিল। পুলিশ ঘটনাটি অাঁচ করতে পেরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ২৫ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে।
বিডি-প্রতিদিন/২৮ মার্চ ২০১৬/শরীফ