'আমরা সবাই তনুর ভাই, তনু হত্যার বিচার চাই'সহ নানা স্লোগানে আজ সোমবার সকালে বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে চৌদ্দগ্রাম উপজেলা সচেতন ছাত্র-ছাত্রী সমাজ। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী ছাড়াও রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধনে নেতৃত্ব দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোতাহার হোসেন জামাল, ছাত্রনেতা রফিকুল ইসলাম শামীম, অনিক, রতন, প্রিন্স, দিদার, আবু বকর ছিদ্দিক, শুভ, রিয়াদ, মুরাদ, আহসান হাবিব, ব্যবসায়ী এমরান হোসেন বাপ্পি, আবুল খায়ের মজুমদার, বেলাল হোসাইন, এছাক ব্যাপারী, খোকন প্রমুখ।
মিছিলে বিভিন্ন স্লোগানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার প্রকম্পিত হয়ে উঠে। এরপর মানববন্ধনে অংশগ্রহণকারী সকলেই তনুর ধর্ষক ও ঘাতকদের অবিলম্বে গ্রেফতার এবং ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য, মিছিল ও মানববন্ধনে চৌদ্দগ্রাম উপজেলা সচেতন ছাত্র-ছাত্রী সমাজ, চৌদ্দগ্রাম সরকারি কলেজ ছাত্র-ছাত্রীবৃন্দ, চৌদ্দগ্রাম সরকারি কলেজের রেনডম গ্রুপ, চৌদ্দগ্রাম সরকারি কলেজ বিএনসিসি, চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ীবৃন্দ, চ্যারিটেবল অর্গানাইজেশন সোসাইটি বাংলাদেশ, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ও বাতিসা ইউনিয়নের সর্বস্তরের ছাত্র-ছাত্রীবৃন্দের ব্যানারে সর্বস্তরের মানুষ অংশ নেয়।
বিডি-প্রতিদিন/২৮ মার্চ ২০১৬/শরীফ