বগুড়ার শেরপুরের মহিপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মা ছেলেসহ ৩ জন নিহত হয়েছে। সোমবার দুপুর দেড়টায় এঘটনায় আরও ১০ জন আহত হয়েছে। দুর্ঘটনার পরপরই মহাসড়কে কিছু সময়ের জন্য যানবাহন টলাচল বন্ধ থাকে।
তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে হানিফ এন্টারপ্রাইজ বাসের চালক ঢাকার সাভার আমিন বাজারের নবী হোসেনের (৪২) পরিচয় পাওয়া গেছে। নিহত মা ও ছেলের পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজ সোমবার দুপুর দেড়টায় শেরপুরের মহিপুর নামক স্থানে পৌঁছিলে বগুড়া থেকে সালমা এন্টারপ্রাইজ নামক যাত্রিবাহি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই হানিফ এন্টারপ্রাইজের চালক নবী হোসেন ও অজ্ঞাত নামা মা (৩৫) ও ছেলে (৫) নিহত হয়। আহত ১০ জনকে উদ্ধার করে পুলিশের সহযোগিতায় স্থানীয়রা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতলে ভর্তি করে দেয়।
বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ খান মো. ইরফান জানান, মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছে। হানিফ পরিবহনের চালকের পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় উদ্ধারে চেস্টা চলছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৮ মার্চ, ২০১৬/ রশিদা