পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের নিজ বাড়ির পুকুর থেকে আশ্রাফ হাওলাদার (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে বাড়ির পিছনের পুকুর থেকে লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে দাবি করেছে নিহতের পরিবার। তাদের দাবি কিছু দিন পূর্বে পাশের বাড়ির আজিজ মুন্সি ও তার লোকজন মিলে আশ্রাফকে মারধর করে।
সদর থানার ওসি কেএম তারিকুল ইসলাম জানান, লাশের শরীরে প্রাথমিকভাবে আঘাতের কোন চিহ্ন লক্ষ্য করা যায়নি। তবে লাশের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বেরিয়ে আসবে আসল ঘটনা।
বিডি-প্রতিদিন/ ২৮ মার্চ ১৬/ সালাহ উদ্দীন