মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের গোপালগঞ্জ গ্রামে টুকু খালাসি (২৮) নামে এক যুবক শ্বশুর বাড়িতে খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার দুর্গাবর্দ্দি গ্রামের দবির খালাসির ছেলে টুকু খালাসির সাথে রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের গোপালগঞ্জ গ্রামের রিমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই এনায়েত নামে এক যুবকের সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়ে রিমা। এ নিয়ে সংসারে অশান্তি চলে আসছিল।
রবিবার বিকালে শ্বশুর বাড়িতে টুকুকে ছুরিকাঘাত করা অবস্থায় দেখে স্থানীয়রা তাকে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফরিদপুর নেয়ার পথে রাত ৮টার দিকে টুকু মারা যায়।
ঘটনার পর টুকুর স্ত্রী রিমাকে রাজৈর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। মাদারীপুর সার্কেলের এএসপি মনিরুজ্জামান ফকির বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্তের পরে বিস্তারিত জানা যাবে।
বিডি-প্রতিদিন/২৮ মার্চ ২০১৬/ এস আহমেদ