সোহাগী জাহান তনুকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত।
সোমবার বিকেলে পল্লী শ্রী ও আমরাই পারি জেলা জোটের আয়োজনে দিনাজপুর প্রেসক্লাবের সম্মুখ সড়কে মানববন্ধন কর্মসুচীতে অংশ নেয় বিভিন্ন সংগঠনের কর্মীরা।
মানববন্ধনে নৃশংস ওই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জাানিয়ে বক্তব্য রাখেন, আমরাই পারি জেলা জোটের সভা প্রধান শাহ মোঃ শাহজাহান, নাট্য কর্মী তারেকুজ্জামান তারেক, সমাজকর্মী লায়লা চৌধুরী, এ্যাডঃ আতাউর রহমান, শিক্ষক রাজিউর রহমান ডাবলু, পল্লী শ্রী ম্যানেজার মোঃ কামাল, সুরাইয়া আকতার ও সৈয়দ মোস্তফা কামাল।
বিডি-প্রতিদিন/ ২৮ মার্চ ১৬/ সালাহ উদ্দীন