দিনাজপুর-ঠাকুরগাও মহাসড়কের বীরগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশংকাজনক। আহতদের অনেকের হাত-পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
আহতদের মধ্যে ১৩ জনকে বীরগঞ্জ হাসপাতালে এবং পাঁচজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
সরেজমিন দেখা গেছে, ঘটনাস্থলে পড়ে আছে বিভিন্নজনের বিচ্ছিন্ন হাত-পা।
হাসপাতালে ভর্তি আহতরা হলেন-কুলসুম (৪৫), জামিলা (৫০), হাসেনা বানু (৪৫), বকুল (৫৫), ফজলুর রহমান(৭০), ঝর্ণা (২০), সুবর্ণা (২৫), চৈতন রাম রায় (৪৫), আনিসুর রহমান (৩০), রবিউল (৪২), আল আমিন (১৭), লাইলী বেগম (২৪), হেলেনা বেগম (৫৫), আব্দুর রাজ্জাক (২২), নজরুল ইসলাম (৫০), আজম (৩৪), আনোয়ারা খাতুন (৫০) ও মহসীন আলী (৫০)।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে দিনাজপুরের বীরগঞ্জের সুজালপুর ইউনিয়নের চাকাই যদুর মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ সময় মুসলধারে বৃষ্টি হচ্ছিল।
বীরগঞ্জ হাসপাতালের আবাসিক মেডিকেল আফিসার ডা. শাহিনুর আলম জানান, আহতদের মধ্যে নজরুল ইসলাম(৫০), আজম(৩৪), আনোয়ারা খাতুন(৫০), মহসীন আলী (৫০) ও সুর্বণা (২৪)কে আশংকাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদের অনেকের হাত-পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
ওই বাসের যাত্রী ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী বামুনিয়া গ্রামের আবু সালেকের পুত্র মো. সামাদ হোসেন (২৪) জানান, আনুমানিক ৪৫জন যাত্রী নিয়ে রুপসী পরিবহন (ঢাকা-মেট্রো ব-১১-১৮৬৫) ঢাকা হতে রাত ১০টায় ঠাকুরগাঁয়ের উদ্দেশ্যে যাত্রা করে। সকাল সাড়ে ৭টার দিকে প্রচন্ড বৃষ্টির সময় গাড়িটি বীরগঞ্জ অতিক্রম করছিল। এ সময় মোড় ঘুরতে গিয়ে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি গাছের সাথে ধাক্কা লেগে রাস্তার উপর ছিটকে পড়ে। এতে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়। পরে স্থানীয় লোকজন ছুটে এসে ১৮জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বীরগঞ্জ থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে আহতদের অনেকে ঠাকুরগাঁও ও দিনাজপুর হাসপাতলে চলে যাওয়ায় সকলের পরিচয় সংগ্রহ করা সম্ভব হয়নি। সকাল ৯টায় রাস্তা হতে গাড়িটি সরিয়ে নেয়া হয়েছে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
বিডি-প্রতিদিন/২৮ মার্চ ২০১৬/ এস আহমেদ