ব্রাহ্মণবাড়িয়ায় উপর্যুপরি ছুরিকাঘাতে এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছে। এ ঘটনায় উত্তাল হয়ে উঠেছে শহর। নিহতের সহকর্মীরা রাস্তা অবরোধ করে গাড়ি ভাংচুর ও ককটেল বিষ্ফোরণ ঘটায়।
জানা যায়, গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের দাতিয়ারার ছাত্রলীগ কর্মী আকরাম হোসেন সরকার শুভ (১৭) কে বাসা থেকে ডেকে নেয় তিন যুবক। বাড়ি থেকে কিছুদূরে যাওয়ার পর তার বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় যুবকরা। তার আর্ত্মচিৎকারে বাসায় থাকা নিহতের বাবা আব্দুর রহিম সরকার ও তার ছোট ভাই আকরাম হোসেন শান্ত দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন।
এদিকে শুভর মৃত্যুর সংবাদে তার সহকর্মীরা শহরের প্রধান সড়ক কালীবাড়ি মোড়ে রাস্তা বেরিকেড দিয়ে গাড়ি ভাংচুর চালায়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিষ্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায়। ফাঁকা হয়ে যায় রাস্তাঘাট।
নিহতের ছোট ভাই শান্ত জানায়, তিন যুবক বাসা থেকে ডেকে নিয়ে তার ভাইয়ের বুকে তিনটি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে তার প্রচুর রক্তক্ষরণ হলে পথিমধ্যে তার মৃত্যু হয়। নিহত ছাত্রলীগ কর্মী আকরাম হোসেন সরকার শুভ স্থানীয় নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
সোমবার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে শহরে বিক্ষোভ করে ছাত্রলীগ নেতাকর্মী। এসময় টিএ রোড, কালীবাড়ি মোড়ে বেশ কয়েকটি ককটেল বিষ্ফোরণ ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মইনুর রহমান জানান, কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে এখনো কোন মামলা হয়নি।
বিডি-প্রতিদিন/২৮ মার্চ ২০১৬/ এস আহমেদ