মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজি শহিদুল ইসলামের বড় ভাই ও ২নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেমের দোকানে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকাল সাড়ে ১১ টায় মুন্সীগঞ্জ-মাকাহাটি সড়কের লোহারপুলে তার কিটনাশক ওষুধের দোকানে এই হামলা চালানো হয়।
তবে এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
আবুল কাশেম বলেন, ''হঠাৎ করে একদল সন্ত্রাসী এসে আমার দোকানের ভিতরে বোমা ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এসময় আমি পাশের একটি দোকানে চা খাচ্ছিলাম। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার এসআই হারুনুর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/২৮ মার্চ ২০১৬/ এস আহমেদ