'তনু হত্যার ঘটনাটি স্পর্শকাতর। তনু হত্যার ঘটনা সেনাবাহিনীর এলাকায় ঘটলেও কারা জড়িত সুষ্ঠু তদন্ত ছাড়া বলা যাবে না। প্রধানমন্ত্রী বলেছেন যে দেশের প্রচলিত আইনেই এই হত্যাকাণ্ডের বিচার হবে। নতুন করে আইন করলে এ হত্যাকাণ্ডের বিচারই হবে না' বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ ফেনী সরকারী জিয়া মহিলা কলেজের নবনির্মিত কমিশনার জয়নাল আবেদীন গ্রন্থাগারের উদ্বোধন ও কলেজের সাহিত্য ও সংস্কৃতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানের শুরুতে তিনি সাংবাদিকদের আরো বলেন, ‘বিএনপি শুধু নালিশনির্ভর রাজনীতি করছে। তারা সুনির্দিষ্ট করে ইউপি নির্বাচনে তাদের কোথায় কী ক্ষতি হয়েছে সেটি বলছে না। তারা কোন অজুহাতে নির্বাচন থেকে সরে দাড়াবে। আর যদি সরেই যায় তাহলে আমরা ধরে নেব বিএনপি নির্বাচন থেকে সরে যাওয়ার জন্যই নির্বাচনে অংশ নিয়েছে। তাদের আমলে নির্বাচনে সারা দেশে দু’শর অধিক লোক নিহত হয়েছে। তেলের দাম বাড়লে বাস ভাড়া যেহেতু বাড়ে সেহেতু তেলের দাম কমলে বাস ভাড়া কমবে এটাই স্বাভাবিক।’
কলেজের অধ্যক্ষ প্রফেসার ফাতেমা আফরোজ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারি, সংরক্ষিত মহিলা আসনের এমপি জাহানার বেগম সুরমা, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর উপজেলার চেয়ারম্যান ও পৌর মেয়র প্রমুখ।
বিডি/৬ এপ্রিল ২০১৬/শরীফ