ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সর্দার শাহাদাত্সহ ৬ ডাকাতকে বিদেশি পিস্তল, রিভলবার, শ্যুটারগান, গুলি ও দেশিয় অস্ত্রসহ আটক করেছে র্যাব। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় দিকে ফেনী সদর উপজেলার নৈরাজপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাদের আটক করা হয়।
র্যাব-৭ ফেনী কজ্ঝাম্পের কোম্পানি কমান্ডার জনাব শাফায়াত জামিল ফাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নৈরাজপুর গ্রামস্থ সিলোনিয়া নদীর তীরঘেষা নূর আলীর পরিত্যাক্ত বসতঘর থেকে তাদের আটক করা হয়। এসময় ২টি বিদেশি পিস্তল, ১ টি রিভলবার, ১টি ৭.৬২ ওয়ান শ্যুটারগান, ১টি .১২ বোর ওয়ান শ্যুটার গান, ২টি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি, ৩ (তিন) রাউন্ড কার্তুজ, ১টি রাম দা, ২টি ছোরা জব্দ করা হয়। আটককৃতরা হলেন ইনামুল হক (২৪), শাহাদত্ (৩০), মনজুর আলম (২৭), মোঃ মোস্তফা (৩৮), সাইফুল ইসলাম লাভলু (৩৯), মাইনুল ইসলাম প্রকাশ মামুন (২৬)। শাহাদত্ উক্ত ডাকাত দলের প্রধান। সে দীর্ঘদিন কারাবাস শেষে সম্প্রতি জামিনে মুক্তি লাভ করে।
বিডি/৬ এপ্রিল ২০১৬/শরীফ