কোরান শরিফ নিয়ে কটূক্তি করার অভিযোগে শরীয়তপুরের জাজিরায় তপন চন্দ্র বাড়ৈ নামে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ওই শিক্ষক জাজিরা উপজেলার জয়নগর জুলমত আলী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক।
বুধবার সকালে পুলিশ তাকে গ্রেফতার করে জাজিরা থানায় নিয়ে যায়। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করেছে।
জাজিরা থানা ও স্থানিয় সূত্র জানায়, জয়নগর জুলমত আলী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক তপন চন্দ্র বাড়ৈ মঙ্গলবার রসায়ন ক্লাশ নেয়ার সময় শ্রেনী কক্ষে শিক্ষার্থীদের পাঠদানের সময় কোরান শরিফ নিয়ে কটূক্তি করেন।
বুধবার সকালে বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা ও এলাকার কিছু মানুষ বিদ্যালয় মাঠে বিক্ষোভ করেন। ওই শিক্ষককে গ্রেফতারের দাবী জানান।
খবর পেয়ে জাজিরা থানার পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করে থানায় নিয়ে যান। উত্তপ্ত পরিস্থিতি শান্ত করার জন্য বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রধান শিক্ষক ওই শিক্ষককে বিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করেছেন।
জয়নগর জুলমত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র বালা বলেন, শ্রেনী কক্ষে বসে শিক্ষার্থীদের সাথে ওই শিক্ষকের কি কথা হয়েছে তা আমার জানা ছিল না। এ বিষয়ে শিক্ষার্থীরাও কোন অভিযোগ করেনি। বুধবার সকালে বিদ্যালয়ে এসে দেখি শিক্ষার্থী ও এলাকার কিছু মানুষ বিক্ষোভ করছে। পুলিশে খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করে। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নিদের্শে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, কোরান শরিফ নিয়ে কটূক্তি করেছে এমন অভিযোগে জয়নগর জুলমত আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তপন চন্দ্র বাড়ৈকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে এখনও থানায় মামলা হয়নি।
বিডি-প্রতিদিন/৬ এপ্রিল, ২০১৬/হিমেল