সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাঁশ ঝাড়ের মালিকানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ চলাকালে ছোট ভাইয়ের শাবলের আঘাতে গুরুত্বর আহত হয় বড় ভাই শাহজাহান আলী আকন্দ (৬০)।
পরে বুধবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের চরসাতবাড়িয়া গ্রামের মৃত বদর আকন্দের ছেলে।
উল্লাপাড়া থানার ওসি (তদন্ত) খাজা গোলাম কিবরিয়া জানান, ৪ এপ্রিল সন্ধ্যার আগে বাঁশ ঝাড়ের মালিকানা নিয়ে শাহজাহান আলী ও কোবাদ আলী দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এসময় কোবাদ আলীর শাবলের আঘাতে বড় ভাই শাহজাহান আহত হয়। গুরুত্বর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যায়। এ ঘটনায় শাহজাহানের ভাতিজি লাকী আক্তার বাদি হয়ে কোবাদ আলীসহ ৩ জনের নামে হত্যা মামলা দায়ের করেছে।
বিডি-প্রতিদিন/৬ এপ্রিল, ২০১৬/হিমেল