সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসারটিয়া গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে আব্দুল হাকিম মন্ডল (৫৫) নামের এক ক্ষেত মজুরের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের জুড়ান মন্ডলের ছেলে।
বুধবার দুপুরের দিকে নিজ বাড়ীতে বৈদ্যুতিক কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিজ বাড়ীতে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে হাকিম মন্ডল গুরুত্বর আহত হয়। হাসপাতালে নেয়ার পর জরুরী বিভাগের চিকিৎসক ডা. নুরুল ইসলাম তাকে মৃত ঘোষনা করেন।
বিডি-প্রতিদিন/৬ এপ্রিল, ২০১৬/হিমেল