বগুড়া সদরের গোকুলে দ্রুতগামী ট্রাকের চাপায় থেমে থাকা অপর এক ট্রাকের চালক নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক ফেরদৌস (৩৬)। তিনি জয়পুরহাট জেলার জামালপুর এলাকার বাসিন্দা।
জানাগেছে, পাথর বোঝাই একটি ট্রাক পঞ্চগড় থেকে বগুড়ায় আসার পথে বগুড়া-রংপুর মহাসড়কের গোকুল এলাকায় এসে বিকল হলে ট্রাকটি মহাসড়কের পাশে দাঁড় করিয়ে মেরামত করছিলেন চালক ফেরদৌস। এসময় একই দিক থেকে আসা অপর একটি পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে থেমে থাকা ট্রাকটিকে ধাক্কা দিলে থেমে থাকা ট্রাকের চালক ফেরদৌস ঘটনাস্থলেই মারা যান।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিএসআই শাহ আলম দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ০৬ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন