কুমিল্লার তিতাসে প্রকাশ্যে ২লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর দেড়টার দিকে গৌরীপুর-হোমনা সড়কের শিবপুর ব্রিজের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
ছিনতাইকারীদের কবলে পড়া মিজানুর রহমান জানান, অন্যান্য দিনের মতো দুপুরে তিনি তিতাস উপজেলা পরিষদের ভেন্ডার অফিস থেকে ৩টি দলিলের ডিডি বাবদ ১ লাখ ৭০ হাজার টাকা নিয়ে দাউদকান্দি উপজেলার গৌরীপুর সোনালী ব্যাংকে যাওয়ার পথে একদল যুবক গৌরীপুর-হোমনা সড়কের শিবপুর ব্রিজের দক্ষিণ পাশে সিএনজি অটোরিক্সার গতিরোধ করে অন্যান্য যাত্রীদের নামতে বলে। এরপর তাকে মারধর করে সাথে থাকা ১ লাখ ৭০ হাজার টাকা, মোবাইল ফোন আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা এবং ডিডির কাগজপত্র ছিনিয়ে নিয়ে অন্য একটি সিএনজি অটোরিক্সা দিয়ে গৌরীপুরের দিকে চলে যায়।
এ ব্যাপারে উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মেহেদী হাসান সেলিম জানান, তিতাসে এধরনের ঘটনা আর কখনো ঘটেনি। প্রতিদিন আমাদের দলিল রেজিস্ট্রেশনের ডিডির টাকা নিয়ে গৌরীপুর বাজারে সোনালী ব্যাংকে যেতে হয়।
এবিষয়ে তিতাস থানার ওসি মনিরুল ইসলাম জানান,লোক মুখে ছিনতাইয়ের ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখনও লিখিত কোনো অভিযোগ পাইনি।
বিডি-প্রতিদিন/ ০৬ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন