বগুড়ার দুপচাঁচিয়ায় দুলাভাইয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে অন্তঃস্বত্বা কিশোরি লোকলজ্জায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বড়বাড়িয়া ইসলামপুর গ্রামে। নিহত কিশোরী ওই গ্রামের বাচ্চু আকন্দের মেয়ে এবং ভাটাহাট দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনায় পুলিশ কিশোরীর দুলাভাই একই উপজেলার ছাতনী গ্রামের আফছার আলীর ছেলে রফিকুল ইসলাম (২৮) ও তার মা রওশন আরাকে (৫০) গ্রেপ্তার করেছে।
জানা গেছে, দুলাভাই রফিকুলের সঙ্গে অবৈধ সম্পর্কের ফলে কিশোরী শ্যালিকা আমেনা খাতুন অন্তঃস্বত্বা হয়। বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে তাকে গত মঙ্গলবার বগুড়া শহরে এনে গর্ভপাত ঘটানোর চেষ্টা করা হলেও সেটি ব্যর্থ হয়। নিরুপায় হয়ে শ্যালিকাকে নিয়ে বাড়ি ফিরে যায় রফিকুল। এরপর আজ বুধবার সকালে আমেনা খাতুন সবার অজান্তে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং রফিকুল ও তার মাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় নিহত আমেনার পিতা বাচ্চু আকন্দ বাদি হয়ে রফিকুল ও তার মায়ের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় মামলা দায়ের করেছেন। দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/৬ এপ্রিল ২০১৬/শরীফ