লক্ষ্মীপুরের এক রত্মগর্ভা মা ও ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা সমিতির আজীবন সদস্য আনোয়ারের নেছা (৯৬) ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজেউন।
আজ বুধবার সকাল ১০ টায় ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে পরিবার সুত্রে জানা যায়। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর গ্রামের ছফিউল্লাহ হাজীবাড়ীর মৃত মনছুর আহমদের স্ত্রী।
স্থানীয় এলাকাবাসী আনোয়ারের নেছাকে রত্মগর্ভা মা দাবি করে জানান, তার গর্ভে ধারণ করা ৬ ছেলে ও এক মেয়ে সকলেই মাষ্টার্স ডিগ্রী অর্জন করেন। তারা সরকারি ও বেসরকারিভাবে কর্মরত থেকে সামাজিক উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত রয়েছেন।
এর মধ্যে তার বড় ছেলে প্রফেসর শামছুদ্দিন আহমদ লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, ২য় ছেলে ইঞ্জিনিয়ার মহি উদ্দিন আহমদ অবসরপ্রাপ্ত তত্বাবধায়ক প্রকোশলী সড়ক ও জনপথ বিভাগ (কুমিল্লা), ৩য় ছেলে ডাক্তার এ কে শফিক উদ্দিন আহমদ শিশু রোগ অভিজ্ঞ (নোয়াখালী), ৪র্থ ছেলে ইঞ্জিনিয়ার মনির উদ্দিন আহমদ তিনি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বৈত নাগরিক (চাকুরীরত), ৫ম ছেলে হামিদ উদ্দিন আহমদ ঢাকার এ এমজি ওভারসীজ এর পরিচালক, ৬ষ্ঠ ছেলে এ এফ জসীম উদ্দিন আহমদ তিনি আমরা ক’জন মুজিব সেনার প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক, মেয়ে পারভীন আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।
আনোয়ারের নেছা টুমচর গ্রামে একটি স্বাস্থ্য ক্লিনিক ও নুরানী মাদ্রাসার প্রতিষ্ঠা করেন। যেখানে বিনামুল্যে স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/ ০৬ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন