সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় সিমা রাণী দাস (৩৭) নামক এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে। তিনি উপজেলার নিজামপুরের নির্মল চন্দ্র দাসের স্ত্রী।
অন্যদিকে বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামে সীমা বেগম (১৮) নামক এক গৃহকর্মী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুবরণ করেছে। সে ওই গ্রামের আবদুল গণির বাড়িতে গৃহকর্মীর কাজ করতো। তার পৈত্রিক বাড়ি ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার দৌলতপুর গ্রামের মলাই মিয়ার মেয়ে। বুধবার সকালে ঘটনা দুটি সংঘটিত হয়।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি নন্দন কান্তি ধর জানান, ২০০৯ সালে নির্মল চন্দ্র দাসের সাথে সিমা রাণী দাসের বিয়ে হয়। বুধবার সকালে তার আত্মহত্যার খবর পেয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। তার মৃত্যুর বিষয়টি রহস্যজনক।
অন্যদিকে বিয়ানীবাজার থানার এসআই মোরশেদ আলম জানান, উপজেলার আবদুল্লাহপুর গ্রামে আবদুল গণির বাড়ির গৃহকর্মী সীমা বুধবার সকালে টেলিভিশনের সুইচ অন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সীমাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৬ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন