নেত্রকোনার সীমান্তবর্তী দূর্গাপুরের সৌন্দর্য্য দেখে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর বলেন, ‘এই অঞ্চলটি খুবই সুন্দর। এর প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোরম। এটি একটি পর্যটন এলাকা হতেই পারে। তবে তার আগে যেটি প্রয়োজন, সেটি হলো অবকাঠামোগত সুযোগ সুবিধা। রাস্তাঘাট উন্নত হওয়া দরকার। যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়া দরকার। এখানে যারা বেড়াতে আসবেন তারা যেন রাত্রিযাপন করতে পারেন নিরাপদে, সেই ধরনের ব্যবস্থারও প্রয়োজন আছে।’ আজ বুধবার সকালে মন্ত্রী সীমান্তবর্তী বিজয়পুরের স্থলবন্দরসহ দর্শনীয় স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। দুপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর হলরুমে সরকারের ব্যাপক উন্নয়ন নিয়ে সুধী সমাজের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে মন্ত্রী বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে বলেন, ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের স্বার্থ সংরক্ষণে সরকার বদ্ধ পরিকর।’
এরপর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে তিনি মোহনগঞ্জে ঐতিহ্যবাহী সাধারণ পাঠাগারের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দেন। সন্ধ্যায় শহীদ আলী উসমান শিশুপার্ক প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাঠাগারের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মন্ত্রী শ্রেষ্ঠ পাঠক পুরস্কার বিতরণ করেন।
বিডি-প্রতিদিন/৬ এপ্রিল ২০১৬/শরীফ