লক্ষ্মীপুরে রায়পুরে পানিতে ডুবে রিফাত হোসেন (১৩) নামের সপ্তম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার সকালে ১০ নং রায়পুর ইউনিয়নের দেবীপুর গ্রামের মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে। রিফাত ঐ এলাকার সংগ্রাম মাঝির ছেলে ও শায়েস্তানগর দাখিল মাদ্রাসার ছাত্র।
জানা যায়, নিহত রিফাত দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলো। সকালে বাড়ির পুকুরে মুখ ধুতে গেলে হঠাৎ মৃগী রোগে আক্রান্ত হয় পুকুরে পরে যায়। এরপর পানিতে ডুবে মারা যায়। লাশ ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্বার করে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছ্য়া নেমে এসেছে।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল ২০১৬/ হিমেল-২০