নড়াইলে কালবৈশাখী ঝড়ে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ঝড়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে অর্ধশতাধিক গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
শনিবার দিবাগত রাতে সদর উপজেলার বাগডাঙ্গা ও রামশিদিসহ বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো বাগডাঙ্গা গ্রামের নাবেদ উদ্দিনের ছেলে আলহাজ (৬), মেয়ে পিয়ারী খানম (১৩) ও রামশিদি গ্রামের শংকর বিশ্বাসের ১১ দিনের মেয়ে দিপালী।
সকাল ৯টার দিকে ভুক্তভোগীরা জানান, রাতে ঝড়ে বাগডাঙ্গা, রামশিদিসহ অনন্ত ৫০টি গ্রামের শতাধিক বাড়িঘর ভেঙে গেছে, অসংখ্য গাছপালা উপড়ে গেছে এবং বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে, ছিঁড়ে গেছে তার। ফলে অর্ধশতাধিক গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
এদিকে, ঝড়ে আম, লিচু, জামরুলসহ বিভিন্ন মৌসুমী ফলের ক্ষতি হয়েছে বলে কৃষকেরা জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/০৮ মে, ২০১৬/মাহবুব