চাঁপাইনবাবগঞ্জে হরতাল ডেকে মাঠে নেই জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
শুধুমাত্র দূরপাল্লার যানবাহন ছাড়া সকল যানবাহন ও ট্রেন চলাচল স্বাভাব্কি রয়েছে।
দোকানপাটসহ বড় বড় মার্কেটগুলো খোলা রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সরব উপস্থিতি রয়েছে।
অফিস আদালত, ব্যাংক-বীমা খোলা রয়েছে।
এছাড়া আইন শৃংখলা বাহিনীর জোড়ালো টহল অব্যাহত রয়েছে।
এদিকে হরতালের সমর্থনে সকালে শহরের আরামবাগ এলাকায় একটি ঝটিকা মিছিল করেছে কয়েকজন শিবির কর্মী। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সটকে পড়ে।
এছাড়া আজ রাজপথে কোন পিকেটার দেখা যায়নি।
বিডি-প্রতিদিন/০৫ মে, ২০১৬/ হিমেল-০৪