কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিউর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে ১০ থেকে ১২ জনের একদল ডাকাত এগারসিন্দুর ইউনিয়নের চর দেওকান্দি গ্রামে মতিউর রহমানের বাড়ির গ্রিল কেটে ভিতরে ঢুকে।
এ সময় বাড়ির লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে লুটপাট চালায়। ডাকাতরা নগদ পাঁচ লক্ষাধিক টাকা, ১০/১২ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
আজ সকালে খবর পেয়ে সহকারী পুলিশ সুপার জামাল উদ্দিনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয় কারোর সহায়তায় পার্শ্ববর্তী নরসিংদী জেলার মনোহরদী কিংবা গাজীপুর জেলার কাপাসিয়া থেকে ডাকাতদল এসে থাকতে পারে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও ওসি জানান।
বিডি-প্রতিদিন/০৫ মে, ২০১৬/ হিমেল-১২