সিরাজগঞ্জে শহরে বিদ্যুৎস্পৃষ্টে শিপুল (১৩) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকালে শহরের ধানবান্ধি নিমতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিপুল সিরাজগঞ্জ সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক মুকুল হোসেনের ছেলে এবং জাহানারা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানায়, নিজ বাড়ির গাছে আম পাড়ার জন্য শিপলু গাছে ওঠেছিল। এ সময় ঘরের চালের উপর দিয়ে টানানো বিদ্যুতের তারের স্পর্শ লাগলে বিদ্যুতায়িত হয়ে তারসহ সে নিচে পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ সদর হাসপাতাল আবাসিক মেডিকেল অফিসার ডা. আকরামুজ্জামান জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিপলুর মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/০৮ মে, ২০১৬/মাহবুব