সিরাজগঞ্জের রায়গঞ্জে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রবিবার দুপুরে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ষোলমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়া জেলার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের কৈগাছা গ্রামের মোতালেব হোসেনের ছেলে মোটরসাইকেল চালক সোহেল রানা (৩৫) ও রায়গঞ্জের লক্ষ্মীকোলা গ্রামের সেনা সদস্য জিয়াউর রহমানের স্ত্রী রত্না খাতুন (২৪)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, রত্না দুপুরে সোহেলের ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে চান্দাইকোনার মধ্যভাগ এলাকার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। পথে ষোলমাইল এলাকায় বগুড়াগামী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সোহেল মারা যান। এসময় গুরুতর আহত অবস্থায় রত্নাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
বিডি-প্রতিদিন/০৮ মে, ২০১৬/মাহবুব