খাগড়াছড়ি জেলায় আগামীকাল সোমবার পার্বত্য বাঙ্গালী সংগ্রাম পরিষদ সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
আজ সংগঠনের সাধারণ সম্পাদক মাহাবুব ইসলাম শান্ত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ হরতালের ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয় পানছড়িতে মটর সাইকেল চালক অপহরণ, মানিকছড়িতে আল-আমিনকে অপহরণ, ঢাকায় “পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স” এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে আমন্ত্রণের ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বৈষম্যমূলক আচরণসহ ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে এ হরতালের ডাক দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/০৫ মে, ২০১৬/ হিমেল-২০