নোয়াখালী জেলা শহর মাইজদীতে সরকারি জায়গায় স্থাপিত অবৈধ পৌর ড্রিমপার্ক গুড়িয়ে দিয়েছে প্রশাসন। রবিবার আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
নোয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী একিউএম শাহজালাল মজুমদার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর দাস জানান, সরকারি জায়গায় অবৈধভাবে স্থাপিত পার্কটি সম্পূর্ণ বেআইনি বিধায় তা অপসারণ করা হচ্ছে।
২০১৪ সালের ডিসেম্বরে আলিফ ডেভেলপার প্রোপ্রাটিজ কোম্পানি শহীদ মিনার, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক, মুক্তিযুদ্ধের বিজয় মেলা ও বৈশাখী মেলা প্রাঙ্গণে সরকারি জায়গা দখলে নিয়ে বাণিজ্যিক ড্রিম পার্কের নির্মাণ কাজ শুরু করে। এর বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে উঠে জেলার নাগরিক সমাজ।
বিডি-প্রতিদিন/ ০৮ মে, ২০১৬/ আফরোজ