কক্সবাজারের টেকনাফ শাহপরীরদ্বীপে পৈত্রিক সমপত্তি ভাগবাটোয়ারার বিরোধকে কেন্দ্র করে আপন ভাগিনার হাতে মামা ছুরিকাহত হয়েছেন। আজ রবিবার সকাল ১১টায় মাঝেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছুরিকাহত মামা নুরুল আমিন প্রকাশ বাইল্ল্যা সকালে তার বোন আনোয়ারা বেগমের বাড়িতে বেড়াতে যান। প্রায় ১ ঘণ্টা বোনের সঙ্গে পৈত্রিক সম্পত্তির ব্যাপারে কথাবার্তা বলে বাড়ি থেকে বেরিয়ে আসার সময় আপন ভাগিনা মাঝের পাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে নেজাম উদ্দিন (১৮) তাকে ধারালো ছুরি দিয়ে পেটে ও বুকে ছুরিকাঘাত করে তাকে আহত করেন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/৮ মে ২০১৬/শরীফ