ঝালকাঠির তরুন সাংবাদিক এস এম রেজাউল করিম সেরা সাংবাদিকতায় পদক গ্রহন করেছেন। আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে সাংবাদিকতায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ রিপোর্টিংয়ের জন্য ঢাকাসহ সারাদেশের বিভিন্ন জেলার ১০০ সাংবাদিকের হাতে সম্মননা ক্রেস্ট তুলে দেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান।
গত বছরও ১০০ সাংবাদিককে কৃষি বিষয়ক রিপোটিংয়ের জন্য বিশেষ অবদান রাখায় সম্মাননা ক্রেষ্ট দেয় এই সংগঠনটি।
সাংবাদিক এস এম রেজাউল করিম দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও সংম্প্রচারের অপেক্ষায় থাকা চ্যানেল নিউজ২৪ এর ঝালকাঠি জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এস এম রেজাউল করিম বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঝালকাঠি রিপোটার্স ইউনিটির সভাপতি।
বিডি-প্রতিদিন/০৫ মে, ২০১৬/ হিমেল-২২