নাটোরের বড়াইগ্রাম উপজেলা জাতীয় মহিলা সংস্থার আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে বর্ণাঢ্য র্যালী বনপাড়া পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কৃষি কর্মকর্তা ইকবাল আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, বিশেষ অতিথি বনপাড়া পৌর মেয়র কে.এম.জাকির হোসেন, উপজেলা আ’লীগ সভাপতি আব্দুল জলিল প্রামানিক, থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ও অন্যদের মধ্যে উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মোছা. নাজমা রহমান, উপজেলা জাসদ সভাপতি মো. মহিবুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাম্মাৎ রাশেদা পারভীন। মা দিবসের অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা পাঁচ শতাধিক মা ও স্থানীয় স্কুল-কলেজের আরও দুইশতাধিক ছাত্রী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/০৫ মে, ২০১৬/ হিমেল-২৩