পটুয়াখালীর কলাপাড়ায় কীটনাশক পান করে কলি রানী (১৭) নামের এক ছাত্রী আত্মহত্যা করেছে। শনিবার রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আজ সকালে পুলিশ তার লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
শনিবার রাতে ঘরে থাকা কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে কলি। পরে পরিবারের লোকজন ওই রাতে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে তার আত্মহত্যার কোন কারণ জানা যায়নি।
স্থানীয় সুত্রে জানা গেছে, কনক চন্দ্র মন্ডলের ছোট মেয়ে মৃত কলি এ বছর কলাপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষা দিয়েছে। সে দীর্ঘ দিন পর্যন্ত মরন ব্যাধি ক্যান্সার রোগে আক্রন্ত ছিলো। তাকে বেশ কয়েক বার ভারতে চিকিৎসা করানোর পরেও প্রচন্ড যন্ত্রনায় ভুগছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
কলাপাড়া থানার ওসি জি এম শাহনেওয়াজ জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্ররন করা হয়েছে। তবে মেয়েটির পিছনে একটি টিউমারের ক্ষত রয়েছে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/০৫ মে, ২০১৬/ হিমেল-২৪