পটুয়াখালীর কলাপাড়া থানার উপ-পরিদর্শক মো. নূরুল ইসলাম বাদল জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে শুভেচ্ছা স্মারক পেয়েছেন। তিনি জেলা পুলিশ পটুয়াখালীর মাসিক অপরাধ সভার (অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর- ২০১৫) বিচারে পটুয়াখালীর শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন।
শুক্রবার সকালে জেলা পুলিশ সুপার কনফারেন্স হল রুমে জেলা পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফয়েজ অহম্মেদ, সিনিয়র সহকারি পুলিশ সুপার সাহেব আলী খান পাঠান ও সিনিয়র সহকারি পুলিশ সুপার কলাপাড়া সার্কেল মো. মইনুল হকের উপস্থিতিতে তাকে এ শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এ সময় জেলার বিভিন্ন থানার ওসি সেখানে উপস্থিত ছিলেন।
এসঅাই মো. নূরুল ইসলাম বাদল বলেন, এ পুরস্কার আমাকে গর্বিত করেছে। সামনের দিকে কাজ করার অনুপ্রেরণা যোগাবে।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ