প্রাইভেট টিউশন দেওয়ার সময় দশম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ফরিদপুরের বোয়ালমারীর কাদিরদি উচ্চ বিদ্যালয়ের কৃষি বিষয়ক সহকারী শিক্ষক কৃষ্ণ পদ পালকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ। রবিবার ওই স্কুলের শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে জরুরি সভা করে এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ ব্যাপারে পরিচালনা পর্ষদের সভাপতি আ. রাজ্জাক মোল্যা বলেন, শিক্ষক কৃষ্ণ পদ পাল কাদিরদি বাজারে ভাড়া বাসায় কয়েকজন ছাত্রীদের প্রাইভেট টিউশন দেওয়ার সময় দশম শ্রেণির এক ছাত্রীর হাত ধরে। বিষয়টি তার এক বান্ধবী দুই মাস পরে শিক্ষার্থীদের জানালে স্কুলের শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে। শিক্ষার্থীরা ওই শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ এনে বিচার দাবি করে। অভিযোগের সত্যতা যাচাইয়ে কৃষ্ণ পদ পালকে সাময়িক বরখাস্ত করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এব্যাপারে ছাত্রীর বাবার সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, তার মেয়ের সাথে এ ধরনের কোন ঘটনা ঘটেনি।
অভিযুক্ত শিক্ষকের মোবাইলে যোগাগযোগ করলে তিনি বলেন, ওই ছাত্রী ৬ষ্ঠ শ্রেণি থেকে তার কাছে প্রাইভেট টিউশন নিচ্ছে। সে ৮ম শ্রেণিতে গোল্ডেন এ পেয়েছে। কিছু বখাটে ছাত্ররা তাকে বিরক্ত করতো। আমি বাধা দেওয়ায় আমার বিরুদ্ধে এ সব ষড়যন্ত্র করছে।
বিডি-প্রতিদিন/ ০৮ মে, ২০১৬/ আফরোজ