রাজস্ব তহবিল থেকে বেতন-ভাতা প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে চাঁপাইনবাবগঞ্জের পৌর কর্মকর্তা-কর্মচারীরা। আজ সকালে পৌরসভার সামনে পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের উদ্দ্যোগে এ কর্মসূচী পালিত হয়।
ঘন্টাব্যাপি এ মানববন্ধনে বক্তব্য রাখেন, এ্যাসোসিয়েশনের জেলা সভাপতি মোঃ তরিকুল ইসলাম মজনু, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, পৌর প্লানার ইমরান হোসাইন, ওয়ার্ড কাউন্সিলর বারেক আলী, মোঃ জিয়াউর রহমান আরমান।
এসময় পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ সাইদুর রহমান কর্মসূচীতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/ ০৯ মে, ২০১৬/ হিমেল-১৫