লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আনন্দময় পেস্ট্রি শপ বেকারিতে মো. আলাউদ্দিন নামে ১২ বছরের এক শিশু শ্রমিককে নির্যাতন করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সকালে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
এ ঘটনায় বেকারী মালিক নাছির উদ্দিন রনি ও মো. আল আমিনকে আটক করেছে পুলিশ।
নিহত আলাউদ্দিন দত্তপাড়া ইউনিয়নের উত্তর মাগুরী গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, স্থানীয় চন্দ্রগঞ্জ ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের বিসমিল্লাহ রোড এলাকায় আনন্দময় পেস্ট্রি শপ বেকারিতে আলাউদ্দিনসহ ৪ জন শ্রমিক ৬ মাস ধরে কাজ করতো। তাকে বিভিন্ন সময়ে বেকারির মালিক ও অন্য শ্রমিকরা নির্যাতন করতো বলে নিহত শিশু শ্রমিকের বাবা অভিযোগ করেন। এদের মধ্যে মো. ইব্রাহীম প্রকাশ শাহজাহান, শামীম ও মিজান এ তিনজনের বাড়ি ভোলার জেলার চর ফ্যাশনে। ঘটনার পর শিশু আলাউদ্দিনের লাশ বিল্ডিংয়ের দোতলা সিঁড়ির একটি রডের সাথে ঝুলিয়ে রেখে ওই ভবনের গেইটে তালা ঝুলিয়ে তারা তিনজনই পালিয়ে যায়।
রবিবার রাত ৮টার দিকে ওই বেকারির শ্রমিকদের সর্দার মো. ইব্রাহীম প্রকাশ শাহজাহান মোবাইল ফোনে বেকারির মালিককে জানায় বেকারিতে শ্রমিক আলাউদ্দিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ কথা বলেই সে তার মোবাইল বন্ধ করে দেয়। এরপর বেকারি মালিকরা চন্দ্রগঞ্জ থানায় এসে খবর দিলে পুলিশ রাত সাড়ে ১১টায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আলাউদ্দিনকে হত্যা করা হয়েছে। দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/ ০৯ মে, ২০১৬/ আফরোজ