বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাক উল্টে নাসির উদ্দিন (২৩) নামের এক হেলপার নিহত হয়েছে। আজ ভোরে মহাসড়কের কোনাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসির উদ্দিন রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুর গ্রামের আকতার হোসেনের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে রাজশাহীগামী খালি ট্রাকটি কোনাবাড়ী এলাকায় রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে উল্টে যায়।
এতে ট্রাকের নীচে চাপা পড়ে হেলপার নাসির উদ্দিন ঘটনাস্থলেই মারা যায়। লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে পরিবারের লোকের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৯ মে, ২০১৬/ হিমেল-১৬