হবিগঞ্জে শিশু হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে ৫ আসামিকে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে। সোমবার হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন ৪ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এসময় সাজাপ্রাপ্ত ১ আসামি পলাতক ছিলেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামের সিরাজুল হকের পুত্র আলী হায়দার, খুর্শেদ মিয়ার পুত্র রেনু মিয়া, সাহিদ মিয়ার পুত্র হাবিব মিয়া, আব্দুর রেজ্জাকের পুত্র রঞ্জু মিয়া এবং একই এলাকার টুপিয়াজুরি গ্রামের আব্দুন নুরের পুত্র আব্দুল আহাদ। তাদের মধ্যে রঞ্জু মিয়া শুরু থেকেই পলাতক ছিলেন। ১৯৯৪ সালের ১৩ মে তারিখে আগুয়া গ্রামের সিরাজুল হকের পুত্র জিয়াউল হক (১৪)-কে ডেকে নিয়ে হাওরে খুন করার অভিযোগে দায়েরকৃত মামলায় সোমবার আদালত আসামিদের বিরুদ্ধে উপরোক্ত রায় ঘোষণা করেন।
প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন হায়দার
উদ্দেশ্য ছিল গ্রামের প্রতিপক্ষকে ফাঁসানো। সেই অনুযায়ী পরিকল্পনা। পরিকল্পনার অংশ হিসাবে নিজের সৎ ভাই শিশু জিয়াউল হককে খুন করার ফঁন্দি আঁটে হায়দার। একদিন হাওরে নিয়ে যায় তাকে। সেখানেই গলাকেটে হত্যা করা হয় জিয়াউল হককে। পিতা সিরাজুল হককে দিয়ে একটি হত্যা মামলাও দায়ের করা হয় থানায়। পুলিশি তদন্তে বেরিয়ে আসে ভিন্ন চিত্র। অভিযুক্ত হয় হায়দার আলীসহ ৯ জন। একে একে গ্রেফতারও করা হয় তাদেরকে। ঘটনার ৭ মাস পর ১৯৯৫ সালের ১৯ জানুয়ারি পুত্র হত্যার বিচার চেয়ে কোর্টে মামলা দায়ের করেন নিহত জিয়াউল হকের মাতা রূপচান বিবি। আসামি করেন সৎপুত্র হায়দার আলীসহ ৯ জনকে। পুনরায় তদন্তে নামে পুলিশ। রূপচান বিবির দায়ের করা মামলার ৪ মাসের মাথায় ১৯৯৫ সালের ২৯ এপ্রিল ৯ আসামির মধ্যে ৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ ২১ বছরে রাষ্ট্রপক্ষ ১৩ জন সাক্ষীকে কোর্টে হাজির করে। ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার ৫ আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকরের রায় ঘোষণা করেন আদালত। ৬ আসামির মধ্যে ১ জন মৃত্যুবরণ করায় তাকে মামলার দায় হতে অব্যাহতি দেয়া হয়। অবশেষে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন হায়দার আলী ও তার সহযোগীরা।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী অতিরিক্ত পিপি আব্দুল আহাদ ফারুক জানান, রাষ্ট্রপক্ষ একটি হত্যা মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে। এ রায়ের মাধ্যমে দেশে হত্যাকাণ্ড বিশেষ করে শিশু হত্যাকাণ্ড কমবে। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট আবু লেইছ চৌধুরী।
বিডি-প্রতিদিন/ ০৯ মে, ২০১৬/ মাহবুব/ আফরোজ