৪ দফা দাবীতে শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনিস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থীদের আন্দোলনে অচল হয়ে পরেছে শিক্ষা কার্যক্রম।
পাবলিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, কৃষি ডিপ্লোমাধারীদের কাগজে কলমে দ্বিতীয় শ্রেণিতে পদ মর্যাদা ও শিক্ষা উপবৃত্তিসহ ৪ দফা দাবিতে তারা এ আন্দোলন করছেন।
ডিপ্লোমাধারী সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ কর্মসূচী পালন করছেন শিক্ষার্থীরা।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে গত ৫ দিন ধরে বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম।
আন্দোলনের অংশ হিসেবে আজ সকালে শিক্ষার্থীরা মানববন্ধন, অনশন কর্মসূচী পালন করেছে। এছাগা শেরপুর পৌরসভার মেয়রকে স্মারক লিপি দিয়েছে।
এ ব্যাপারে শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনিস্টিটিউটের অধ্যক্ষ ডঃ আহসান উল্লা বলেন, শিক্ষার্থীদের দাবীর প্রতি আমাদের সমর্থন আছে। শিক্ষার্থীরা যাতে ক্লাশে আসে তার জন্য আলোচনা চলছে।
বিডি-প্রতিদিন/ ০৯ মে, ২০১৬/ হিমেল-২০