ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ফুসরা কবরস্থান থেকে নারী-পুরুষের ৫টি কংকাল চুরির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতের যে কোন সময় চোরের দল কবর খুঁড়ে এসব কংকাল চুরি করে নিয়ে যায়।
স্থানীয়রা জানান, রাতের যে কোন সময় চোরের দল কবর খুঁড়ে সেখান থেকে ফুসরা গ্রামের হালিম মোল্যা, রহিমা বেগম, তারা বেগম, ডালিম বেগম ও হাজেরা বেগমের কংকাল নিয়ে যায়। এসব মৃতদেহ ছয়মাস থেকে এক বছর আগে এই কবরস্থানে কবর দেয়া হয়েছিল।
স্থানীয়রা আরও জানান, বেশ কয়েকমাস আগেও এই কবরস্থান থেকে বেশকিছু কংকাল চুরি হয়েছিল। কবরস্থানটিতে কোন প্রকার নিরাপত্তা দেয়াল না থাকায় এবং নিরাপত্তা কর্মী না থাকায় মাঝে মধ্যেই কংকাল চুরির ঘটনা ঘটছে।
এদিকে, কংকাল চুরির ঘটনা সর্ম্পকে স্থানীয় চেয়ারম্যান ও পুলিশ প্রশাসন কিছুই জানেন না বলে জানান।
কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন বলেন, কংকাল চুরির ঘটনা আমার জানা নেই।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দিন আহমেদ জানান, কংকাল চুরির বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/ ০৯ মে, ২০১৬/ আফরোজ