নারায়ণগঞ্জের ফতুল্লায় সল্টের হাউস পরিস্কার করতে গিয়ে বিষক্রিয়ায় ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ দুপুর দেড়টার দিকে এনায়েতনগরের ধর্মগঞ্জের মাওলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছে আরো ৬ জন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।
নিহতরা হলেন, সাহাবুদ্দিন (৪০) ও আলমাছ তালুকদার (৩০)। আহতরা হলেন, জাবেদ, জাহিদ, জাহাঙ্গীর, মাসুদ, পকেট সরদার ও তৈয়ব। আহতদের বয়স ২৫-২৮ এর মধ্যে।
মেকানিক্যাল টেকনিশিয়ান মাসুম জানান, সকাল সাড়ে ৮ টার দিকে হাউস পরিস্কার করতে নামে ৮ জন শ্রমিক। দুপুর দেড়টার দিকে বিষক্রিয়ায় তারা সকলেই অসুস্থ হয়ে পড়লে তাদেরকে উদ্ধার করে ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়ার পর চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।
বাকী ৬ জনকে ঢামেকে পাঠানো হয়েছে। ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, ২ জনের মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৯ মে, ২০১৬/ হিমেল-২৩