সিরাজগঞ্জের সলঙ্গার সাতটিকরি এলাকায় সোমবার দুপুরে দেশ ট্রাভেলস নামক যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৮৬ বোতল ফেনসিডিল ও প্রায় ৭৫ গ্রাম গাঁজাসহ ২ যুবককে আটক করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট আব্দুল গনি। তবে থানায় ফেনসিডিল ও গাঁজাসহ আটকদের ছবি তোলার পরই হাওয়া হয়ে যায় ৭৫ গ্রাম গাঁজা। এরপর সরাসরি গাঁজা উদ্ধারের বিষয়টি অস্বীকার করেন সার্জেন্ট আব্দুল গনি। এছাড়াও ৮৬ বোতল ফেনসিডিল উদ্ধারের পর ৩৬ বোতল দেখানো হয়েছে বলেও একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত চেকিংয়ের অংশ হিসেবে সাতটিকরি এলাকায় সার্জেন্ট গনি ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি অভিযান চালান। এ সময় ব্যাগের মধ্যে রাখা ৮৬ বোতল ফেনসিডিল ও ৭৫ গ্রাম গাঁজাসহ রাজশাহীর মতিহার থানার চর সাতবাড়ী গ্রামের লোকমান আলীর ছেলে উজ্জল হোসেন (২৪) ও একই থানার দাসমারী এলাকার জমির উদ্দিনের ছেলে ইয়াছিনকে (২২) আটক করেন। পরে থানায় আনার পর ৮৬ বোতলের স্থলে ৩৬ বোতল দেখিয়ে এবং গাঁজার বিষয়টি গোপন রেখে সাংবাদিকদের তথ্য ও ছবি দেওয়া হয়। কিন্তু বিধিবাম! সার্জেন্ট গনির অজ্ঞাতেই ৭৫ গ্রাম গাঁজার ছবি উঠে যায় ক্যামেরায়। এরপরও তিনি গাঁজা উদ্ধারের বিষয়টি অস্বীকার করেন।
তবে হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, সার্জেন্ট গনি মহাসড়কে চলাচলরত মালবোঝাই ট্রাকগুলোতে নিয়মিত চাঁদাবাজি করেন। এছাড়া মাদক উদ্ধার করে তার একটা অংশ নিজের জন্য রেখে দেওয়ার অভিযোগ তার নামে আগে থেকেই আছে।
এদিকে সার্জেন আব্দুল গনি বলেন, ৮৬ বোতল নয়, ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। কোন গাঁজা উদ্ধার করা হয়নি। যদি কেউ তথ্য দেয় তবে তাকে সামনে নিয়ে আসেন।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ