নাটোরের বড়াইগ্রাম থানার উদ্যোগে পেশাগত কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখায় শ্রেষ্ঠ দুই পুলিশ অফিসার ও দুই কনস্টেবলকে সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার এ উপলক্ষে থানা চত্বরে আয়োজিত সংবর্ধনা সভায় ওসি মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এএসপি (সার্কেল) শফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল প্রামাণিক, সাবেক ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহবুব উল হক বাচ্চু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসাহাক আলী মোল্লা, ওসি (তদন্ত) এমরান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মাজেদুল বারী নয়ন, সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারী রেজাউল করিম মৃধা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক উপস্থিত ছিলেন। পরে এসআই তহসেনুজ্জামান, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই দয়াল ব্যানার্জী এবং কনস্টেবল রকছেদ ও গোলাম রসুলের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।