মাগুরার শালিখা উপজেলার সাত নফুরিয়া গ্রামে যৌতুকের দাবিতে আরজিনা খাতুন (৩০) নামে এক গৃহবধূকে খুনের পর গলায় ফাঁস দিয়ে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতের বাবার বাড়ির স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই জামাই আব্দুল মান্নান আরজিনাকে নানা সময়ে যৌতুকের জন্য বেদম মারপিট করতো। মৃত্যুর পরপরই মান্নানের বাড়ির লোকেরা খবর দেয় আরজিনা স্ট্রোক করে মারা গেছে। পরে তার ভাইয়েরা সেখানে গিয়ে বোনের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এসময় শশুর বাড়ির লোকজন দাবি করে, আরজিনা গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেছে।
স্বজনদের দাবি, লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া গলায় দড়ির চিহ্ন গলার পরিবর্তে ঘাড়ে রয়েছে। তাতে তারা সন্দেহ করছেন আরজিনাকে হত্যা করার পর ঝুলিয়ে রাখা হয়েছে। তারা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানান।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ খান জানান, এ ব্যাপারে শালিখা থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। আরজিনার স্বামী মান্নান মিয়াসহ তার বাড়ির লোকজন পালিয়েছে।
বিডি-প্রতিদিন/২৬ মে ২০১৬/শরীফ