খাগড়াছড়ি পৌর শহরের বিশিষ্ট ব্যবসায়ী জননী কম্পিউটার প্রতিষ্ঠানের মালিক তোফাজ্জল হোসেনের (৩৫) লাশ রাঙ্গামাটি থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি জেলাধীন বাঘাইছড়ির -মারিশ্যা সড়কের দুইটিলা এলাকার সড়কের উপর থেকে তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যবসায়ীর লাশ উদ্ধার করে।
জানা গেছে, মারিশ্যা বাজার থেকে ব্যবসায়ীক কাজ সেরে মোটর সাইকেল যোগে খাগড়াছড়ির উদ্দ্যেশে আসার পথে তোফাজ্জল হোসেনেকে কে বা কারা হত্যা করে সড়কে ফেলে রাখে। খবর পেয়ে তার আত্মীয়-স্বজন এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যবসায়ীর লাশ উদ্ধার করে। এসময় তার মোটর সাইকেলটিও সাথে পাওয়া যায়। লাশ খাগড়াছড়ি সদর হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে তার আত্মীয়-স্বজনরা নিজ বাড়িতে নিয়ে যায়।
লাশের সাথে থাকা নিহতের বড় ভাই বেলায়েত হোসেন এ প্রতিবেদককে জানান, তার ভাইয়ের মাথায় কোপের আঘাত রয়েছে। তিনি আরও জানান, তার ভাইকে নিজ বাড়ি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বড়দারগার হাট এলাকার বগাছড়া গ্রামের লাশ দাফন করা হবে।
নিহত ব্যবসায়ী তোফাজ্জল হোসেন স্ত্রী ও তিন মেয়েসহ খাগড়াছড়ি জেলা শহরের মিলনপুর এলাকায় ডা. জয়া চাকমার ভাড়াবাসায় থাকতেন।
বিডি-প্রতিদিন/ ২৬ মে, ২০১৬/ /মাহবুব/ আফরোজ