ফরিদপুরের মধুখালীতে নিখোঁজের একদিন পর রতন শেখ (১৪) নামের এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মধুখালী থানা পুলিশ মেঘচাষী ইউনিয়নের যাদবপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করে।
মধুখালী থানা সূত্রে জানা গেছে, মধুখালী উপজেলার পার্শ্ববর্তী জামালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মানিক শেখের ছেলে রতন বুধবার সকালে ভ্যান নিয়ে বাসা থেকে বের হবার পর নিখোঁজ ছিল। রতনের স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। বৃহস্পতিবার দুপুরে যাদবপুর গ্রামের একটি মরিচ ক্ষেতে রতনের গলাকাটা লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। পুলিশের ধারণা পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় নিহতের পিতা মানিক শেখ বাদী হয়ে মধুখালী থানায় একটি মামলা দায়ের করেছেন।
মধুখালী থানার এসআই আবদুর রব জানান, রতন শেখকে গলা কেটে হত্যা করা হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ণ রয়েছে। লাশটি উদ্ধার করে ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, এ বিষয়ে মামলা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
বিডি-প্রতিদিন/ ২৬ মে, ২০১৬/ আফরোজ