মেহেরপুরে একটি ট্রাকের ধাক্কায় তারিকুল ইসলাম (৬০) নামের এক বাগান প্রহরী নিহত হয়েছেন। এ ঘটনায় আনছারুল ইসলাম নামের অপর এক প্রহরী গুরুতর আহত হয়েছেন। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার রাজনগর গ্রামে এ আর বি কলেজ সংলগ্ন দিনদত্ত ব্রীজের পশ্চিম পাশে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত তারিকুল ইসলাম সদর উপজেলার আমঝুপি গ্রামের উত্তর পাড়ার আজহার শেখের ছেলে। অন্যদিকে, আহত আনছারুল একই পাড়ার মৃত সপ্পর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, নিহত তারিকুল ও আহত আনছারুল মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের দু'পাশের আমগাছের পাহারার কাজে নিয়োজিত ছিলেন। বৃহস্পতিবার ভোরে তারা বাগান পাহারা শেষে একটি শ্যালো ইঞ্জিনচালিত একটি যানবাহনে করে নিজ গ্রামের দিকে ফিরছিল। এ সময় চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরগামী একটি ট্রাক তাদের বহনকৃত যানবাহনটিকে ধাক্কা দিলে তারিকুল ঘটনাস্থলেই মারা যায় এবং আনছারুল ইসলাম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত আনছারুলকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এদিকে খবর পেয়ে সদর থানার এস আই মেহেদী হাসান পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে পৌছে তারিকুলের লাশ উদ্ধার করে মেহেরপুর মর্গে পাঠায়।
বিডি-প্রতিদিন/২৬ মে, ২০১৬/মাহবুব