মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে মাহফুজ মিনা নামে এক ব্যক্তির বাড়িতে অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত ৩টার দিকে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ৩টার দিকে উপজেলার টেকেরহাট বন্দরে মাহফুজ মিনার বাসার জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ডাকাত দল। এসময় অস্ত্র ঠেকিয়ে সবাইকে জিম্মি করে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ল্যাপটপ, ক্যামেরাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
রাজৈর থানার ওসি আনোয়ার হোসন ভুইয়া বলেন, ঘটনার পর বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ