বাংলাদেশ-ভারত সীমান্তের অমীমাংসিত ভুমি পরিদর্শনে রৌমারীতে এসেছেন দু'দেশের ভূমি মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। ৫ সদস্যের প্রতিনিধি দলটি বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়াইবাড়ি সীমান্ত এলাকার অমীমাংসিত ভুমি পরিদর্শন করেন।
বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সহাকারী সচিব (সার্ভেয়ার) আনোয়ার হোসেন ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন শ্রী বরুণ ভূইয়া। তাদের সাথে আরও ছিলেন সহকারী পরিচালক (সার্ভেয়ার) ইন্দ্রজিৎ দাস, খিতুবন কনার ও ট্রাভার সার্ভেয়ার সুরেন সাইকা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন জানান, দুদেশের অমীমাংসিত ভূমি জরিপ ও আন্তর্জাতিক মেইন পিলার সংস্কারের কাজ প্রায় শেষ করা হয়েছে। এটাই পরিদর্শন করার জন্য আমরা এসেছি। এটা শেষ করতে পারলে অমীমাংসিত ভূমির মীমাংসা হবে আশা করছি।
বিডি-প্রতিদিন/ ২৬ মে, ২০১৬/ আফরোজ