বাংলাদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশের পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের প্রশংসা পেয়েছেন চুয়াডাঙ্গার মোটরসাইকেল মিস্ত্রী শফিকুল ইসলাম শফি।
বুধবার বেলা আড়াইটার দিকে আইসিটি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে শফিকুলের উদ্ভাবিত ‘ডুবে যাওয়া নৌযান শনাক্তকরণ যন্ত্র’ প্রতিমন্ত্রীর কাছে উপস্থাপন করেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী শফিকুলের উদ্ভাবিত যন্ত্রের প্রশংসা করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশ প্রতিদিনের শেষ পাতায় ‘ডুবে যাওয়া নৌযান শনাক্ত করবে শফিকুলের যন্ত্র’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
বিডি-প্রতিদিন/ ২৬ মে, ২০১৬/ আফরোজ